Subscribe Us

ঢাকা মেডিকেলে চালু হলো - কানের সমস্যার স্পেশালাইজড ক্লিনিক!




বাংলাদেশে কানের সমস্যায় আক্রান্ত রোগী প্রচুর কিন্তু দুঃখ জনক হলো এই রোগীরা আজও প্রচন্ডরকম অবহেলিত। 

বিশেষজ্ঞ চিকিৎসকের অপ্রতুলতা,রোগীদের অসচেতনতা আর বেশিরভাগই আর্থিক ভাবে অস্বচ্ছল হওয়ায় প্রাথমিকভাবে সঠিক চিকিৎসা অধিকাংশ ই পান না।

কবিরাজি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, এ হাসপাতাল ও হাসপাতাল ঘুরে ঘুরে যখন তারা সঠিক জায়গায় পৌছান তখন রোগ  হয়ে যায় জটিল যাকে বলে সময়ের এক ফোড়ঁ, অসময়ের দশ ফোড়ঁ।

এইসকল রোগীদের সমন্বিত চিকিৎসা নিশ্চিত করতে নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়েছে সাপ্তাহিক অটোলজী ক্লিনিক।


★ অটোলজী ক্লিনিক  ( শুধুমাত্র কানের সমস্যার বিশেষায়িত ক্লিনিক )

যে সকল রোগের চিকিৎসা দেয়া হয়ঃ

১.কান থেকে পূঁজ পানি পড়া/কান পাকা

২.কানে কম শোনা

৩.কানে ব্যাথা/কান তব্দা দেয়া

৪.কানে ঝি ঝি করা,মাথা ঘুরানো 

৫.কান পাকা থেকে ব্রেইনের জটিলতা 

৬.কানের অপারেশন পরবর্তী জটিলতা ইত্যাদি।


কবে?  প্রতি মংগলবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা। 


কোথায় : ঢাকা মেডিকেলের পুরাতন বিল্ডিং - ওয়ার্ড ৩০৩ এর রুম  নং -১।  

নাক কান গলা অন্ত:বিভাগ। 


মাত্র ১০ টাকায় সরকারি  টিকেটে কানের বিভিন্ন অসুখের সমাধান দিবেন দেশ বরেণ্য চিকিৎসক গণ!



Post a Comment

0 Comments