বাংলাদেশে কানের সমস্যায় আক্রান্ত রোগী প্রচুর কিন্তু দুঃখ জনক হলো এই রোগীরা আজও প্রচন্ডরকম অবহেলিত।
বিশেষজ্ঞ চিকিৎসকের অপ্রতুলতা,রোগীদের অসচেতনতা আর বেশিরভাগই আর্থিক ভাবে অস্বচ্ছল হওয়ায় প্রাথমিকভাবে সঠিক চিকিৎসা অধিকাংশ ই পান না।
কবিরাজি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, এ হাসপাতাল ও হাসপাতাল ঘুরে ঘুরে যখন তারা সঠিক জায়গায় পৌছান তখন রোগ হয়ে যায় জটিল যাকে বলে সময়ের এক ফোড়ঁ, অসময়ের দশ ফোড়ঁ।
এইসকল রোগীদের সমন্বিত চিকিৎসা নিশ্চিত করতে নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়েছে সাপ্তাহিক অটোলজী ক্লিনিক।
★ অটোলজী ক্লিনিক ( শুধুমাত্র কানের সমস্যার বিশেষায়িত ক্লিনিক )
যে সকল রোগের চিকিৎসা দেয়া হয়ঃ
১.কান থেকে পূঁজ পানি পড়া/কান পাকা
২.কানে কম শোনা
৩.কানে ব্যাথা/কান তব্দা দেয়া
৪.কানে ঝি ঝি করা,মাথা ঘুরানো
৫.কান পাকা থেকে ব্রেইনের জটিলতা
৬.কানের অপারেশন পরবর্তী জটিলতা ইত্যাদি।
কবে? প্রতি মংগলবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা।
কোথায় : ঢাকা মেডিকেলের পুরাতন বিল্ডিং - ওয়ার্ড ৩০৩ এর রুম নং -১।
নাক কান গলা অন্ত:বিভাগ।
মাত্র ১০ টাকায় সরকারি টিকেটে কানের বিভিন্ন অসুখের সমাধান দিবেন দেশ বরেণ্য চিকিৎসক গণ!
0 Comments