Subscribe Us

কি লক্ষণ থাকলে ডেঙ্গু রোগীর হাসপাতালে ভর্তি হওয়া জরুরি ?


 ডেংগু হলেই কি হাসপাতালে ভর্তি প্রয়োজন?  

বাসায় চিকিৎসা নেয়া যায় না?  

কখন হাসপাতালে যাওয়া জরুরি? 

কখন ভর্তি হতে হবে?  

সাম্প্রতিক সময়ে ডেংগু র প্রাদুর্ভাব অনেক বেড়ে গিয়েছে।  হাজার হাজার রীগি ভর্তি হচ্ছেন৷ মৃতের সংখ্যাও বাড়ছে। 

হাসপাতাল গুলোতে রোগির ভর্তি বাড়ছে - কারণ অনেকেই জানিনা কখন ভর্তি লাগবে - কখন বাসায় চিকিৎসা নেয়া যাবে আবার এবার ভর্তি হওয়া রোগি র মধ্যে মৃত্যুর হার বেশি কারণ খারাপ রোগি গুলো সময় মতো হাসপাতালে আসছেন না৷ একবারে শেষ মুহুর্তে বা মূমুর্ষু অবস্থায় আসছেন৷ তাই বিপদ লক্ষ্মণ গুলো জানা জরুরি৷ 

কি লক্ষ্মণ থাকলে ডেংগু রোগি হাসপাতালে ভর্তির প্রয়োজন - চলুন জেনে নিই।

Post a Comment

0 Comments